SkyIsTheLimit
Bookmark

আর্সেনিক দূষণ/আর্সেনিক সমস্যা/আর্সেনিক বিষক্রিয়া অনুচ্ছেদ রচনা

আর্সেনিক একটি প্রাকৃতিক রাসায়নিক উপাদান। এটি খুব বিষাক্ত বস্তু। এটি মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। পানিতে যখন আর্সেনিকের উপস্থিতি গ্রহণযােগ্য মাত্রার তুলনায় বেখি 1. হয় তখন তাকে আর্সেনিক দূষণ বলে। আর্সেনিকের উৎস হচ্ছে নলকূপের পানি। আর্সেনিক 1. 1. একটি নিরব ঘাতক। এটি মানব দেহের ক্ষতিসাধন করে। একজন আর্সেনিক আক্রান্ত লােক কাজ করার শক্তি হারায়। এটি হাতের তালু, পা এবং পিঠের চামড়ায় ক্ষত তৈরি করে। মাঝে মাঝে এটি চর্ম ক্যান্সার ঘটাতে পারে। দীর্ঘ মেয়াদী বিষক্রিয়া মৃত্যুও ঘটাতে পারে। আর্সেনিক বিষক্রিয়ার প্রাথমিক চিকিৎসা হচ্ছে মাছ ও শাক-সবজিযুক্ত সুষম খাবার খাওয়া। আর্সেনিক বিষক্রিয়ার কার্যকর চিকিৎসা হচ্ছে এ, বি এবং সি ভিটামিন গ্রহণ করা। এর থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আর্সেনিকমুক্ত পানি পান করা। যেহেতু উপরিভাগের পানি আর্সেনিকমুক্ত, তাই আমাদের এটা পান করা উচিত। সব আর্সেনিক আক্রান্ত টিউবওয়েল লাল রং দ্বারা চিহ্নিত করতে হবে। যেহেতু এটি একটি জাতীয় সমস্যা, সেহেতু সরকারকে ব্যাপারটি চিন্তা করা উচিত এবং আর্সেনিক বিষক্রিয়া প্রতিরােধে জনসাধারণকে সচেতন করা উচিত। 

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment