বায়ু দূষণ অনুচ্ছেদ রচনা
Lab Operator
... min to read
Listen
যখন ধূলিকনা, ধোয়া, মটরযান, কল-কারখানা প্রভৃতি দ্বারা বায়ু দূষিত হয়, তখন তাকে বায়ু দূষণ বলে। বায়ু আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বায়ু ব্যতীত কোন প্রাণী 1. বাঁচতে পারে না। কিন্তু দিন দিন বায়ু দূষিত হচ্ছে। বায়ু বিভিন্নভাবে দূষিত হতে পারে। ধোঁয়া বায়ু দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী। ধোঁয়া উৎপন্ন হয় যখন আমরা খাদ্য রান্না করি, ইট এবং আবর্জনা পোড়াই। যখন আমরা রাস্তা নির্মাণের জন্য পিচ গলাই তখনও এটি উৎপন্ন হয়। তাছাড়া, বাস, ট্রাক, এবং গাড়ীগুলাে পেট্রোল, ডিজেল এবং তেল ব্যবহার করে। যখন সেগুলাে পোড়ানাে হয়, তখন সেগুলো ধোঁয়া নির্গত করে এবং বায়ু দূষিত করে। কল-কারখানাগুলােও মারাত্মক বায়ু দূষণ সৃষ্টি করে। দূষিত বায়ু সব প্রাণীর জন্য ক্ষতিকর। এটি আমাদের অস্তিত্বের জন্য একটি মারাত্মক হুমকি। দূষিত বায়ু সেবন করে আমরা বিভিন্ন ধরনের রােগে ভুগি। যা-হােক, বায়ু দূষণ নিয়ন্ত্রণে আমাদের এবং সরকার কর্তভৃক কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনসচেতনতা বাড়াতে হবে। আবাসিক এলাকায় কল-কারখানা নির্মাণের অনুমতি দেয়া উচিত হবে না। পেট্রোল এবং ডিজেল ভিত্তিক যানগুলো নিষিদ্ধ করতে হবে।
Post a Comment