SkyIsTheLimit
Bookmark

শব্দ দূষণ অনুচ্ছেদ রচনা

শব্দের কম্পন যখন সহনযােগ্য এবং সুখময় স্তরে থাকে, সহজভাবে তখন তাকে শব্দ বলে। কিন্তু, যখন এটা কানে তীক্ষ্ণ ও কর্কশ লাগে, তখন তা শব্দ দূষণে পরিণত হয়। শব্দ দূষণের অনেক কারণ রয়েছে। যানবাহনের হর্ন, মাইকিং, সঙ্গীত, ডিজেলচালিত ট্রাক, মােটরসাইকেল, এলার্ম ঘড়ি, টেলিভিশন প্রভৃতির কোলাহল ও অসহনীয় শব্দ হতে শব্দ দূষণ সংঘটিত হয়। শব্দ দূষণের দ্বারা অনেক সমস্যা সৃষ্টি হয়। এটা সাধারণত আগ্রাসন এবং শ্রবনের ক্ষতিসাধন করে। এটা উচ্চ রক্তচাপ, পূর্ণ মনােযােগের ঘাটতি, পরিবেশ দূষণ প্রভৃতিও ঘটায়। এভাবে শব্দ দূষণ আমাদের স্বাভাবিক জীবনে সমস্যা সৃটি করে। কারখানার কাজ, ট্রাক চালনা ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা প্রভৃতি কোলাহলপূর্ণ পেশা হিসেবে বিবেচনা করা হয়। শব্দ দূষণ কমাতে আমাদেরকে লােকাহল থেকে দূরে কল-কারখানা নির্মাণ করতে হয়। তাছাড়া, মানুষের সচেতনতা, সরকারের আইনের যথাযথ বাস্তবায়ন এবং যথাযথ পদক্ষেপ শব্দ দূষণ কমাতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment