ক্লাস ক্যাপ্টেন অনুচ্ছেদ রচনা
Transmission Robot
... min to read
Listen
গত বছর আমি মঠবাড়িয়া কে. এম, লতিফ ইনস্টিটিউশনে অষ্টম শ্রেণিতে পড়তাম। এটি পরােজপুর জেলার অন্যতম স্বনামধন্য বিদ্যালয়। এ বিভাগে ৬০ জন ছাএ-ছাত্রী ছিল। আমি অন্যান্য ছাত্র-ছাত্রীদের প্রতি সহায়ক ছিলাম। তাই সব ছাত্র-ছাত্রীই আমার উপর কিছুটা নির্ভর করত। আমাদের শিক্ষাবর্ষ শুরু হওয়ার সময় আমাদের শ্রেণি শিক্ষক একজন স ক্যাপ্টেন নির্বাচন করতে চেয়েছিলেন। প্রায় সব ছাত্র-ছাত্রীই ক্যাপ্টেন নির্বাচন করতে আমাকে ভােট দিয়েছিল। মােট ভােট সংখ্যা ছিল ৫০। তাদের মধ্যে আমি ৪৫ ভোট পেয়েছিলাম। আমাকে শ্রেণিকক্ষে শৃঙ্খলা রক্ষা করতে হত। আমাকে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে বাড়ির কাজের খাতা সংগ্রহ করতে হত। আমাকে ব্লাক বাের্ড পরিষ্কার করতে হত। আমি শ্রেণিকক্ষের পরিচ্ছন্নতার তদারকি করতাম। আমি প্রত্যহ বিদ্যালয়ে না এসে পারতাম না। আমাকে সময় মত আসতে হত। এসব শৃঙ্খলা রক্ষা করা সত্ত্বেও একজন স ক্যাপ্টেনের দায়িত্ব পালন করা সত্যিই আনন্দের।
2 comments