SkyIsTheLimit
Bookmark

বার্ড ফ্লু অনুচ্ছেদ রচনা

বার্ড ফ্লু একটি মারাত্মক পীড়া যা পাখি, বিশেষ করে মােরগ-মুরগী আক্রমণ করে যা পাখি থেকে মানব দেহে ছড়িয়ে পড়তে পারে এবং যা মৃত্যু ঘটাতে পারে। এটি একটি সংক্রামক রােগ। মানুষ আক্রান্ত পাখি, মুরগী, হাঁস, ঘুঘু প্রভৃতির মাংস খেয়ে বার্ড ফু দ্বারা আক্রান্ত হয়। আমাদের অর্থনীতিতে হাঁস মুরগী পালনের যথেষ্ট অবদান রয়েছে। এই খাতে হাজার হাজার লােক চাকরিরত। বার্ড ফু আমাদের হাঁস-মুগরী পালন খাতের একটি মারাত্মক হুমকি। সুতরাং, আমাদের দেশে বার্ড ফু ছড়িয়ে পড়ার ফলাফল খুবই মারাত্মক। যেহেতু বার্ড ফ্লু একটি সংক্রামক রােগ, সেহেতু এটি প্রতিরােধে অবশ্যই দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আক্রান্ত পাখি যথাযথভাবে হত্যা এবং পরিত্যাগ করতে হবে। একইভাবে এই শিল্পের প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্থ মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা প্রয়ােজন।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment