পরীক্ষায় অসদুপায় অনুচ্ছেদ রচনা
Lab Operator
... min to read
Listen
পরীক্ষায় অসদুপায় অবলম্বন মানে পরীক্ষায় নকল করা। এটি একটি খারাপ অভ্যাস এবং এটি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবােধের অবনতি ঘটায়। আমি পরীক্ষায় অসদুপায় অবলম্বণকে সমর্থন করি না। শুধু আমিই না, অন্যরাও এটির বিপক্ষে। যেসব শিক্ষার্থী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় পাস করে, তারা কোন ভাল চাকরি পায় না এবং জাতিকে সেবা করতে পারে না। তার মত একজন অসৎ লােক সমাজের বােঝা। সেজন্য আমি এটির বিপক্ষে। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার কয়েকটি কারণ রয়েছে যেগুলাে হচ্ছে প্রশাসনের অবহেলা, পরীক্ষার হলে নকল করার সুযােগ, ছাত্র রাজনীতি, অভিভাবকদের অসচেতনতা, কিছু শিক্ষকের অসততা, ত্রুটিপূর্ণ শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা ইত্যাদি। অধিকন্তু, কিছু শিক্ষার্থী পড়া তৈরি করে না। তারা গল্পগুজব করে, ঘােরাফেরা করে, খেলাধুলা করে এবং ভ্রমণ করে তাদের মূল্যবান সময় অপচয় করে। ফলে তারা বাধ্য হয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে। সম্প্রতি কর্তৃপক্ষ পরীক্ষায় অসদুপায় অবলম্বন প্রতিরােধ করতে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। সমগ্র পরীক্ষা পদ্ধতি পরিবর্তত হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে শাস্তির মাত্রা বাড়ানাে হয়েছে। প্রতিরােধমূলক ব্যবস্থাগুলোর ভাল ফলাফল হচ্ছে এই যে, কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
Post a Comment