SkyIsTheLimit
Bookmark

বিনা বেতনে অধ্যায়ন/বৃত্তি/দরিদ্র তহবিল থেকে সহায়তা এর জন্য আবেদন পত্র

০৫ এপ্রিল, ২০১২ 
প্রধান শিক্ষিকা 
বরিশাল জিলা স্কুল, বরিশাল
বিষয়: বিনা বেতনে অধ্যায়ন/বৃত্তি/দরিদ্র তহবিল থেকে সহায়তা এর জন্য আবেদন।
জনাব, 
যথােচিত সম্মানের সাথে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে, আমি বিগত ২০০৯ খ্রিস্টাব্দ থেকে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী। আমার বাবা একজন দরিদ্র কৃষক। আমাদের পরিবারে অন্য কোন উপার্জনক্ষম সদস্য নেই। আমার পক্ষে পড়াশুনা চালিয়ে যাওয়া অসম্ভব যদি না আমাকে বিনা বেতনে অধ্যয়ন/বৃত্তি/দরিদ্র তহবিল থেকে সহায়তা এর সুযােগ প্রধান করা হয়। আমি আর একটু যােগ করতে চাই, আমার শিক্ষক মহােদয়গণ আমার পড়াশুনা এবং ব্যবহার সর্বদা সন্তোষ্ট । 
এমন অবস্থায়, আমি আশা করি যে, আমাকে বিনা বেতনে অধ্যায়ন/বৃত্তি/দরিদ্র তহবিল থেকে সহায়তা মঞ্জুর করতে আপনি যথেষ্ট সদয় হবেন। 
আপনার অনুগত 
মিনহাজ 
শ্রেণি - দশম 
রােল নম্বর - ০১ 
বরিশাল জিলা স্কুলের সকল শিক্ষার্থীদের পক্ষে

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment