SkyIsTheLimit
Bookmark

আমার বিদ্যালয় কমন রুম অনুচ্ছেদ রচনা

বিদ্যালয় কমন রুম হলাে একটি জায়গা যেখানে ছাত্র-ছাত্রীরা বিশ্রাম নেয়, সংবাদপত্র পড়ে এবং ঘরােয়া খেলা খেলে। এটা যে কোন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। এটি নানা উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ছাত্র-ছাত্রীরা এখানে আসে, সংবাদপত্র পড়ে এবং খেলাধুলা করে। তারা এখানে অনেক বিষয় সম্পর্কে আলােচনা করে। এভাবে তারা তাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারে। কমন রুম একটি বিদ্যালয়কে সর্বদা সতেজ, জীবন্ত ও আনন্দময় করে তােলে। আমাদের বিদ্যালয়ে একটি বড় কমন রুম আছে। সেখানে ছাত্র-ছাত্রীদের জন্য চেয়ার, টেবিল এবং বেঞ্চ রয়েছে। সেখানে সংবাদপত্র, জার্নাল এবং ম্যাগাজিন রয়েছে। অবসর সময়ে ছাত্র-ছাত্রীরা ক্যারাম, টেবিল টেনিস, দাবা প্রভৃতি খেলে। কোন স্কুলে যদি কমন রুম না থাকে, তাহলে ছাত্র-ছাত্রীরা এদিক-ওদিক ঘুরে তাদের অবসর সময় কাটায়। একটি কমন রুম থাকায়, আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সময়ের যথাযথ ব্যবহার করতে পারে। এভাবে এটি আমাদের আনন্দ এবং বিনােদন দিয়ে থাকে। একটি বিদ্যালয় কমন রম ছাত্র-ছাত্রীদের একঘেয়েমি নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ছাত্র-ছাত্রীদের জন্য অত্যাবশ্যক। এটি আমাদের স্কুল জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment