SkyIsTheLimit
Bookmark

টেলিভিশন দেখা অনুচ্ছেদ রচনা

টেলিভিশন দেখা আমার সবচেয়ে প্রিয় অবসর বিনােদনগুলাের একটি। আমি একজন শিক্ষার্থী। অধ্যয়ন করা আমার প্রথম ও সর্বোত্তম কর্তব্য। তথাপি আমি প্রতিদিন দুই ঘন্টা টেলিভিশন না দেখে কাটাতে পারি না। আমি নিয়মিত বাংলাদেশ টেলিভিশনের দশটার সংবাদ দেখি। এছাড়া আমি নাটকের অনুষ্ঠানগুলাে উপভোগ করি। সংবাদ দেখা আমাকে দেশ-বিদেশের চলমান বিষয়াবলীর সাথে পরিচিত রাখে। অন্যান্য অনুষ্ঠানগুলাে আমাকে দৈনন্দিন বিষয়াবলীর একঘেয়েমি থেকে সতেজ করে তুলে। এভাবে টিভি দেখা থেকে আমি যথেষ্ট উপকার পাই। টেলিভিশন দেখার কিছু নেতিবাচক প্রভাব রয়েছে। টেলিভিশন দেখার নেতিবাচক প্রভাবের মধ্যে বিদেশি ছবি দেখার প্রভাব অন্তর্ভুক্ত। তথ্য এবং বিনোদনের ক্ষেত্রে স্যাটেলাইট সম্প্রচার এক নতুন দিগন্তের সূচনা করেছে। তবে স্যাটেলাইট সম্প্রচারের কিছু নেতিবাচক দিক রয়েছে। এটি আমাদের দেশীয় সংস্কৃতিকে প্রভাবিত করে। সাংস্কৃতিক আগ্রাসন আমাদের তরুণ প্রজন্মের চরিত্রকে কলুষিত করতে পারে। সেজন্যই স্যাটেলাইট সম্প্রচারের বিষয়টি সতর্কতার সাথে দেখা উচিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment