SkyIsTheLimit
Bookmark

বিজয় দিবস অনুচ্ছেদ রচনা

১৬ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে এটি একটি স্মরণীয় দিন। এই দিনে আমরা পাকিস্তানের কাছ থেকে বিজয় অর্জন করি। নয় মাসের দীর্ঘ সংগ্রামের পর পাকিস্তানি সেনাবাহিনী এই দিনে আমাদের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়। অনেক কারণে এই দিনটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। এখন বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি স্বাধীন দেশ হিসেবে বিবেচনা করা হয়। এই ঐতিহাসিক দিন থেকে আমরা আমাদের সৌরবময় উন্নতি লাভ করতে শুরু করি। আমাদের জাতিকে বীরের জাতি হিসেবে বিবেচনা করা হয়। প্রকৃতপক্ষে, এই দিনটি আমাদের জন্য যথেষ্ট প্রাপ্তির একটি দিন। প্রত্যেক বছর এই দিনটি যথেষ্ট গাম্ভীর্য এবং সংহতির সাথে পালন করা হয়। পুরো দেশ একটি উৎসবমুখর দৃশ্য ধারণ করে। দিনটি তােপধ্বনির মাধ্যমে শুরু হয়। প্রতিটি প্রতিষ্ঠান, দোকান এবং শপিং মল এর শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন স্থানে সভা, সেমিনার এবং আলােচনা অনুষ্ঠিত হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষ জাতীয় স্মৃতিসৌধে যায়। এই দিনে আমরা যে কোন ধরনের অবিচার, নিপীড়ন এবং মিথ্যার বিরুদ্ধে শপথ নিই। যা-হােক, এটি একটি আনন্দ, আশা এবং অনুপ্রেরণার দিন। এই দিনটি সব বাঙালির হৃদয়ে সতেজ এবং চির সবুজ হয়ে থাকবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment