SkyIsTheLimit
Bookmark

আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য ভাবসম্প্রসারণ

মূলভাব : শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে মনুষ্যত্বের বিকাশ। আর, এ মনুষ্যত্ব বিকাশের জন্যে দরকার আত্মশক্তির বিকাশ। শিক্ষার মাধ্য্ে এ আত্মশক্তি অর্জিত হয়। 
সম্প্রসারিত ভাব : কর্ম কিংবা উপার্জন শিক্ষার উদ্দেশ্য নয়, পথ । শি্প মানুষকে চিনতে শেখায় নিজেকে। যে শিক্ষা মানুষকে শুধু বেঁচে থাকার পথ্য দেয়, তা কখনও শিক্ষা হতে পারে না। প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে জাগিয়ে তােলে মনুষ্যত্ব। তার ভেতরের লুপ্ত শক্তিকে চিনিয়ে দেয়। এক জন শিক্ষিত মানুষ অন্যের থেকে পৃথক হয়ে পড়ে তার মার্জিত রুচিবােধ, আচারনিষ্ঠা, কর্তব্যপরায়ণতা দ্বারা। মানুষের এ মানবিক গুণগুলো অর্জিত হয় শিক্ষার মাধ্যমেই। শিক্ষার দ্বারা জাগ্রত হয় যে আলমগীর  তার দ্বারাই মানুষ অন্য কারও দ্বারা প্ররােচিত বা আদিষ্ট না হয়ে ভানে ও মন্দ কিংবা ন্যায় ও অন্যায়ের মধ্যেকার পার্থক্য বুঝতে পারে। | 
মন্তব্য : শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মার উন্নতি, আত্মশক্তি অর্জন। শিক্ষাকে এ পথে পরিচালিত করলেই হবে জাতীয় উন্নয়ন।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    06 July, 2021
    ওওওওওওঔ ভাইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই
    Reply