SkyIsTheLimit
Bookmark

বাস স্ট্যান্ড অনুচ্ছেদ রচনা

বাস স্ট্যান্ড একটি ব্যস্ত জায়গা যেখানে যাত্রীদেরকে বাসে উঠানাের জন্য এবং বাস থেকে নামানাের জন্য অল্প সময়ের জন্য বাস থামে। বাস স্ট্যান্ড সাধারণত ব্যস্ত স্থান, বাজার, স্কুল, কারখানা এবং বিনােদন কেন্দ্র প্রভৃতির পাশে অবস্থিত। বাস স্ট্যান্ড সব সময় কোলাহলপূর্ণ । সেখানে রাস্তার পাশের চায়ের দোকান, ছােট দোকান, ছােট রেস্তোরা প্রভৃতি রয়েছে। কিছু লােক পান, সিগারেট, চা, মৌসুমী ফল প্রভৃতি বিক্রি করে। বাস স্ট্যান্ড একটি ব্যস্ত স্থানও। একটি বাস আসে আরেকটি যায়। যখন একটি বাস আসে অথবা যায়, যাত্রীরা বাসে উঠতে ব্যস্ত হয়ে পড়ে। চালক এবং কনডাকটাররা সর্বদা খুব ব্যস্ত। তাদের চিত্কার শােনা যায়। তারা যতটা পারে ততটা যাত্রী পেতে চেষ্টা করে। তাছাড়া, কিছু সংখ্যক ভিক্ষুক যাত্রীদের নিকট ভিক্ষা করতে প্রায়ই সেখানে অবস্থান করে। এ সমস্ত কারণে একটি বাসস্ট্যান্ড সর্বদা ব্যস্ত থাকে। বাস স্ট্যান্ডে বিভিন্ন ধরনের ফেরিওয়ালা দেখা যায়। অধিকাংশ ফেরিওয়ালারা বই, সংবাদপত্র, ম্যাগাজিন প্রভৃতি বিক্রি করে। যা-হােক, বাস স্ট্যান্ড একটি দরকারী জায়গা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment