SkyIsTheLimit
Bookmark

বন্ধু অনুচ্ছেদ রচনা

মানুষ একা বাস করতে পারে না। সে সামাজিক জীব। প্রত্যেকেরই অনেক বন্ধু থাকে। আমারও অনেক বন্ধু আছে। তাদের মধ্যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে আজাদ। শৈশব থেকে সে আমার বন্ধু। তার মধ্যে রয়েছে এমন গুণের কয়েকটি আমি উল্লেখ করতে পারি আমার ঘনিষ্ঠ বন্ধু খুবই মেধাবী ছাত্র। সে খুবই ভদ্র, সৎ, আন্তরিক, সময়নিষ্ঠ এবং ধার্মিক সে কখনাে কাউকে ঘৃণা করে না এবং সবাইকে মূল্যায়ন করে। তার ব্যবহার প্রশংসনীয় কারণ সে সবার সাথে বন্ধুসুলভ আচরণ করে। সে ছােটদেরকে ছােট ভাইদের মত ভালবাসে। তার এ গুণাবলী আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। আমি আমার বেদনা, দুঃখ, ফুর্তি, আনন্দ প্রভৃতি তার সাথে ভাগাভাগি করতে পারি। যদি আমি কোন দুর্দশায় পড়ি, তাহলে সে আমাকে উৎসাহ দেয় এবং সাহায্য করে। যদি আমি কোন ভুল করি, তাহলে সে আমার ভুল দেখিয়ে দেয় এবং আমি এটি সংশােধন করার চেষ্টা করি। এ গুণাবলীর জন্য আমি তাকে সবচেয়ে বেশি পছন্দ করি। আমি মনে করি, বন্ধু নির্বাচন সম্পর্কে প্রত্যেকেরই সতর্ক হওয়া উচিত। যদি কেউ ভাল বন্ধুদের সাথে মিশে, তবে তার জীবন উজ্জ্বল হতে পারে। অন্যদিকে, যদি কেউ খারাপ বন্ধুদের সাথে মিশে, তবে তার জীবন অন্ধকার হতে পারে। সুতরাং, প্রত্যেককে বন্ধু নির্বাচন করতে সতর্ক হওয়া উচিত। আমার বন্ধু ইংরেজিতে খুব ভালাে। সে এতে এবং আমার অধ্যয়নে আমাকে সহায়তা করে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment