তাজমহল অনুচ্ছেদ রচনা
Lab Operator
... min to read
Listen
তাজমহল বিশ্বের সুন্দরতম দালানগুলোর মধ্যে অন্যতম। এটি ভারতের আগ্রায় অবস্থিত। প্রায় তিন শত বছর পূর্বে দিল্লীর সম্রাট শাহজাহান তাঁর স্ত্রীর জন্য সমাধিসৌধ হিসেবে আগ্রায় এটি নির্মাণ করেন। স্থাপত্যের দিক থেকে দালানটি সাদা এবং রঙ্গিন পাথর দিয়ে তৈরি। এর ৮ টি দিক এবং অনেক খােলা তারণ আছে। এটি একটি লাল বেলে পাথরের মঞ্চ বা চত্ত্বরের উপর স্থাপিত। চত্বরের কোনসমূহ হতে চারটি সরু দূর্গ বের হয়েছে। ভবনটির কেন্দ্রে। অধিকতর উঁচুতে একটি বিরাট গম্বুজ আছে। এই বিশাল গম্বুজের চারদিকে চারটি ছোট গম্বুজ আছে। বাহিরের দেয়ালের ঠিক ভেতরে একটি খােলা চত্ত্বর আছে যেখান থেকে পর্যটকরা কেন্দ্রীয় কক্ষটিকে দেখতে পারে। এই কক্ষের নিচে দুটি কবরে শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজের মৃতদেহ শায়িত আছে। একটি সুন্দর বাগান দ্বারা তাজমহলটি পরিবেষ্টিত এবং একটি দীর্ঘ জলাশয় আছে যা দালানটির সামনে প্রসারিত। যে কেউ জলাশয়ের পানিতে এর প্রতিফলনে তাজমহলের সৌন্দর্য দেখতে পারে। পর্যটকরা দিনের বিভিন্ন সময়ে এই বিস্ময়কর দালানটি দেখতে আসে যেহেতু এটি দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। অধিকাংশ মানুষ জোস্না রাতে এটি সবচেয়ে বেশি পছন্দ করে।
Post a Comment