SkyIsTheLimit
Bookmark

দুর্নীতি অনুচ্ছেদ রচনা

বর্তমানে দুনীতি বাংলাদেশে জাতীয় অভিশাপে পরিণত হয়েছে। দুর্নীতি বলতে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য অনৈতিক উপায় গ্রহণকে বুঝায়। বাংলাদেশে দুর্নীতির কারণ অনেক। আমরা জানি যে, বাংলাদেশ একটি দরিদ্র উন্নয়নশীল দেশ। বাংলাদেশের অধিকাংশ দোক জন্মগতভাবে দরিদ্র। ফলে অর্থ এবং সম্পদের প্রতি তাদের চরম লােভ রয়েেছে। প্রচুর সম্পদ অর্জন করতে তারা প্রায়ই অনেক অবৈধ পন্থা গ্রহণ করে। এভাবে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তাছাড়া, উচ্চাকাঙ্খা, ধর্মীয় বাধা নিষেধ এড়িয়ে চলন, ক্ষমতার লােভ প্রভৃতি দুর্নীতির জন্য দায়ী। আমাদের প্রাত্যহিক জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেখানে দুর্নীতির চর্চা হয় না। ব্যবসায়ী, পুলিশ, আইনজীবী, চাকুরীজীবী, রাজনীতিবিদ, ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা প্রধানত দুর্নীতিতে জড়িত হয়। দুর্নীতির অনেক কু-প্রভাব আছে। এটি আমাদের পব ধরনের জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্থ করে । দুর্নীতির কারণে আমরা পিছনে পড়ে থাকি । যা-হােক, এই অভিশাপকে চলতে দেয়ার অনুমতি প্রদান করা উচিত হবে না। দুর্নীতি দমন কমিশনকে অবশ্যই আরাে স্বাধীনতা দিতে হবে। জনসচেতনতা অবশ্যই বৃদ্ধি করতে হবে। গণমাধ্যম এ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
3 comments

3 comments

  • Unknown
    Unknown
    23 November, 2021

    ভাষা আনদোলান
    Reply
  • Unknown
    Unknown
    26 October, 2021
    দুর্নীতি অনুচ্ছেদ বাংলা

    • Unknown
      Anonymous
      08 February, 2023
      This comment has been removed by a blog administrator.
    Reply