SkyIsTheLimit
Bookmark

বানিজ্য মেলা অনুচ্ছেদ রচনা

বাণিজ্য-মেলা হচ্ছে একটি আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন ধরনের শিল্পজাত পণ্য প্রদর্শিত হয়। এটি হল দেশীয় এবং আন্তর্জাতিক শিল্পপতি ও উৎপাদকদের মনোযোগ আকৃষ্ট করার এক ধরনের প্রচার। স্বাগতিক দেশ বন্ধু-সুলভ দেশগুলোকে বাণিজ্য মেলার তাদের রপ্তানি-যোগ্য পণ্যদ্রব্য স্বাগতিক দেশের জনগণের নিকট প্রদর্শন করতে স্টল প্রতিষ্ঠা করার জন্য আমন্ত্রণ জানায়। কারুশিল্প, নৈপুণ্য, হস্তশিল্প, কৃষি, শিল্প ইত্যাদি বাণিজ্য মেলা উপস্থাপন করা হয়। আমাদের দেশে তৈরি রপ্তানি-যোগ্য পণ্যদ্রব্য অন্যান্য দেশের নিকট পরিচিত করতে বাণিজ্য মেলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিল্পজাত পণ্যদ্রব্য বিদেশি ক্রেতার নিকটও প্রদর্শন করে। এটি বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা কবে। বাণিজ্য-মেলার মাধ্যমে একটি দেশ অন্যান্য দেশ সম্পর্কে জানতে পারে। এটি আমাদের দেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করতে বিদেশি দেশগুলোকে উৎসাহিত করে। সুতরাং, আমাদের দেশে প্রতিবছর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। যা-হোক, গত বছর আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন করতে গিয়েছিলাম। বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য সেখানে  বিক্রি করা হয়েছিল। বিপুল সংখ্যক লোকে সেখানে একত্রিত হয়েছিল। মেলাটি আমি খুব উপভোগ করেছিলাম।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment