SkyIsTheLimit
Bookmark

মেধা-চালান অনুচ্ছেদ রচনা


মেধাবী, দক্ষ এবং দক্ষ লােকদের এক দেশ থেকে অন্যদেশে অভিপ্রয়াণ/চলে যাওয়াকে মেধা-চালান বলে। প্রতিভাবান লােকরা উন্নত দেশের উচ্চ বেতন, অপেক্ষাকৃত ভাল কাজের সুবিধা এবং অপেক্ষাকৃত ভাল বসবাস সুবিধায় চিত্তহারী হয়ে তাদের দেশ ত্যাগ করছে। আমরা জানি যে, কিছু শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য বিদেশে যায়। যদি শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যায় এবং উচ্চ ডিগ্রি নিয়ে দেশে ফেরে এবং জাতির সেবায় তাদের বিশেষায়িত জ্ঞান ব্যবহার করে, তবে আমরা এটিকে মেধা-চালান বলতে পারি না। একটি দেশের অর্থনীতির উপর মেধা-চালানের অনেক নেতিবাচক প্রভাব রয়েছে। প্রায়ই দক্ষ ডাক্তারগণ, বৈজ্ঞানিকগণ এবং প্রকৌশলীগণ বিদেশে যায় এবং অপেক্ষাকৃত ভালাে বেতন এবং অপেক্ষাকৃত ভাল চাকরির সুবিধার জন্য সেখানে কাজ করে। এই মেধা-চালানের কারণে নিজ দেশ ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে যেহেতু এটি এর অপেক্ষাকৃত ভাল লােকদের সেবা থেকে বঞ্চিত। যা-হােক, আমি উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাই এবং মাতৃভূমিকে সেবা করার জন্য বিশেষায়িত জ্ঞান নিয়ে দেশে ফিরতে চাই। আমরা সচরাচর আমাদের প্রতিভাবান লােকদের অপেক্ষাকৃত ভাল সুযােগ-সুবিধা প্রদান করতে পারি না যা তাদের নিজ দেশ ত্যাগ করার প্রধান কারণ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment