শ্রেণিকক্ষ অনুচ্ছেদ রচনা
Transmission Robot
... min to read
Listen
শ্রেণি কক্ষ হচ্ছে এমন একটি জায়গা যেখানে ছাত্র-ছাত্রীদের পড়ানাের জন্য ক্লাস অনুষ্ঠিত হয়। আমার শ্রেণি কক্ষটি আমাদের স্কুলের নিচতলায় অবস্থিত। এটি খুবই প্রশস্ত এক অবাধে বায়ু সঞ্চালিত। এটির দুটি দরজা এবং ছয়টি জানালা আছে। ফলে, রুমটি পর্যাপ্ত বায়ু এবং আলাে পায়। আমার শ্রেণি কক্ষে চারটি ফ্যান এবং দুটি টিউব লাইট আছে। আমরা এগুলাে ব্যবহার করি যখন দরকার পড়ে। আমার শ্রেণি কক্ষে বিশটি উঁচু বেঞ্চ এবং আমার শ্রেণি কক্ষ বিশটি নিচু বেঞ্চ আছে। সেখানে শিক্ষকদের জন্য একটি সুন্দর চেয়ার এবং একটি টেবিলসহ উচু একটি প্লাটফর্ম আছে। আমার শ্রেণি কক্ষে একটি বড় ব্লাকবাের্ড আছে। আমরা সর্বদা শ্রেণি কক্ষটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। আমি আমার শ্রেণি কক্ষে স্বস্তি বােধ করি।
5 comments