এসিড নিক্ষেপ আজ দেশে আলােচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এটি নিঃসন্দেহে একটি জঘন্য অপরাধ। সম্প্রতি বাংলাদেশ এই নিষ্ঠুর ছােবলের শিকারে পরিণত হয়েছে। প্রত্যহ আমরা মুদ্রণ এবং বৈদ্যুতিক মাধ্যমণ্ডলাতে এসিড নিক্ষেপের খবর পাই। এর পিছনে অনেক কারণ বিদ্যমান। এগুলাের মধ্যে প্রেমে হতাশা তালিকার শীর্ষে অবস্থান করে। একজন ব্যর্থ প্রেমিক তার প্রেমিকার উপর এসিড নিক্ষেপের মাধ্যমে প্রতিশােধ নেওয়ার চেষ্টা করে। এ জাতীয় জঘন্য কুকর্মের ফলাফল অত্যধিক ক্ষতিকারক। অধিকাংশ ক্ষেত্রে এসিড নিক্ষেপের শিকার মানুষটি অত্যধিক কষ্ট পায় এবং মানবেতর জীবন যাপন করে। সে বিকলাঙ্গ কিংবা সম্পূর্ণ অক্ষম হয়ে যেতে পারে এবং এমনকি মৃত্যুবরণও করতে পারে। নিঃসন্দেহে এসিড নিক্ষেপ যে কোন ধরনের অমানবিক ও বর্বরােচিত কুকর্মকে ছাড়িয়ে যায়। পশু ছাড়া কোন মানুষ এহেন দানবিক পাপ কাজ করতে পারে না। এসিড নিক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। নেয়া উচিত, যাতে অপরাধীরা এরূপ অপরাধের পুনরাবৃত্তি করতে সাহস না পায়।
এসিড নিক্ষেপ অনুচ্ছেদ রচনা
Sraboni
... min to read
Listen
Post a Comment