SkyIsTheLimit
Bookmark

ক্যাম্পাস সহিংসতা অনুচ্ছেদ রচনা


যখন শিক্ষা ক্যাম্পাসে প্রতিন্দবন্ধী রাজনৈতিক দলগুলাের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয় তখন তাকে ক্যাম্পাস সহিংসতা বলে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলাে ক্যম্পাস সহিংসতার উর ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। পড়াশুনায় মনােযােগ দেয়ার পরিবর্তে শিক্ষার্থীরা তাদের হাতে অস্ত্র তুলে নিয়েছে। গণতন্ত্র সহনশীলতা শিক্ষা দেয় কিন্তু শিক্ষার্থীরা গণতন্ত্রের শিক্ষা থেকে বহু দূরে। শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত কিন্তু এটির অর্থ সন্ত্রাসবাদ নয়। যা-হোক, ক্যাম্পাস সহিংসতার মূল কারণ হচ্ছে আধিপত্য বিস্তার। শিক্ষার্থীরা তথাকথিত সংকীর্ণ মনের রাজনীতিবিদদের হাতের পুতুলে পরিণত হয়েছে। এই আত্মকেন্দ্রিক সংকীর্ণ মনের রাজনীতিবিদরা নিরীহ শিক্ষার্থীদের শােষণ করে এবং তাদের অস্ত্র সরবরাহ করে সন্ত্রাসবাদে উৎসাহিত করে। ক্যাম্পাস সহিংসতা শিক্ষার্থীদের মারাত্মক ক্ষতিসাধন করে। কর্তৃপক্ষকে ক্যাম্পাস সহিংসতার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়। মাঝে মাঝে ক্যাম্পাস সহিংসতা অনেক নিরীহ শিক্ষার্থীর মূল্যবান জীবন কেড়ে নেয়। যা-হােক, যে কোন মূল্যে এটি অবশ্যই নির্মূল করতে হবে। রাজনীতির কু-প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা অবশ্যই বৃদ্ধি করতে হবে। 

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment