আমাদের যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান অনেক জিনিস আবিষ্কার করেছে। কম্পিউটার এগুলোর মধ্যে একটি। এটি আধুনিক জীবনের একটি অত্যাবশ্যকীয় অংশে পরিণত হয়েছে। একটি 1. কম্পিউটার পাঁচটি প্রধান অংশে গঠিত। এগুলাে হলাে ইনপুট বিভাগ, আউটপুট বিভাগ, স্মৃতি বিভাগ, নিয়ন্ত্রণ বিভাগ এবং গণিত বিভাগ। কম্পিউটার শিক্ষার সকল শাখার অত্যন্ত জটিল কাজ করতে সক্ষম। কয়েক মিনিটের মধ্যে একটি কম্পিউটার এমন হিসাব-নিকাশ করতে পারে যা করতে প্রশিক্ষণপ্রাপ্ত গণিতবিদগণের বছরের পর বছর সময় প্রয়ােজন হবে। বর্তমানে আমাদের জীবনের সব ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়। এটা শিক্ষা, চিকিৎসা বিজ্ঞান, কৃষি, বাণিজ্য, ছাপা এবং শিল্প ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা আমাদের শ্রম কমিয়েছে এবং আমাদের জীবন সহজ ও আরামদায়ক করেছে। যথেষ্ট সুবিধা থাকা সত্ত্বেও এর কিছু অসুবিধাও রয়েছে। এটা ব্যবহারকারীদের দৃষ্টিশক্তিকে দুর্বল করে। প্রােগ্রামে কোন ত্রুটি থাকলে এটা ভুল ফলাফল প্রদান করতে পারে। তখন এটা অবর্ণনীয় ক্ষতি বয়ে আনতে পারে। যা-হােক, কম্পিউটার আমাদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এটা ব্যতীত আমরা এক মুহুর্তও চলতে পারি না। এটা আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য
কম্পিউটার অনুচ্ছেদ রচনা
Sraboni
... min to read
Listen
Post a Comment