বেকার সমস্যা মানে জীবিকা অর্জন থেকে দূরে থাকা। যখন যােগ্যতাসম্পন্ন লােক তাদের জীবিকা অর্জনের জন্য কোন কাজ পায় না তখন তাকে বেকার সমস্যা বলে। বর্তমানে বাংলাদেশে এ সমস্যা প্রকট। আমাদের দেশের হাজার হাজার লােক কর্মহীন। বেকার সমস্যার পেছনে কিছু কারণ রয়েছে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এর প্রধান কারণ। শিল্প ক্ষেত্রে উন্নয়ন খুবই মন্থর। কেবল সীমিত সংখ্যক লোেক আমরা এতে যুক্ত করতে পারি। আমাদের দেশের বেশির ভাগ লোেক কৃষির উপর নির্ভরশীল। কিন্তু আমাদের চাষাবাদযােগ্য জমি খুব সীমিত। আমাদের শিক্ষা পদ্ধতিও বেকার সমস্যার জন্য দায়ী। এটি কার্যসিদ্ধিমূলক নয়। বেকার সমস্যার অসংখ্য নেতিবাচক প্রভাব আছে। এটি সব ধরনের উন্নয়নের প্রতিবন্ধক। বেকার লােকেরা দেশের বােঝা। তারা নেশায় আসক্ত হয়ে পড়ে এবং অপরাধের সাথে জড়িয়ে পড়ে। যা-হােক, এর কিছু সম্ভাব্য সমাধান আছে। জনসংখ্যা বৃদ্ধি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। ব্যাপক সংখ্যক কল, কারখানা এবং শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যেখানে আমাদের অনেক বেকার যুবক-যুবতী কাজের সুযােগ পাবে। আমাদের শিক্ষা পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। সর্বপরি, সমাজ থেকে এ অভিশাপ দূর করতে আমাদের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যাবশ্যক।
বাংলাদেশে বেকার সমস্যা অনুচ্ছেদ রচনা
Sraboni
... min to read
Listen
Post a Comment