বাংলাদেশের সংস্কৃতি অনুচ্ছেদ রচনা
Lab Operator
... min to read
Listen
সংস্কৃতি বলতে একটি জাতির পরিপূর্ণ চিত্রকে বুঝায়। একটি সমাজের সংস্কৃতি এর সব ধারণা এবং আচরণ পদ্ধতির দ্বারা গঠিত। বিশ্বাস, মূল্যবােধ, প্রথা, চুক্তি, পেশা এবং ভাষা হচ্ছে একটি সংস্কৃতির মূল উপাদান। আমাদের আছে জীবনের গ্রাম্য এবং শান্তসমাহিত চিত্রের উপর ভিত্তি করে গান। আমাদের আছে জারি, সারি, ভাটিয়ালি, পল্লীগীতি, ধর্মীয় এবং মরমি সংগীত। আমাদের সংগীতের বিশেষত্ব হলো এই যে, আমাদের গানগুলাে যে কোন সাংগীতিক যন্ত্র ছাড়াই গাইতে পারা যায়। আমাদের নিজস্ব খাবার অভ্যাস যেমন: ভাত এবং মাছ খাওয়া। আমাদের আছে ঐতিহ্যগত পােশাক যেমন: লুঙ্গি, জামা, শাড়ি এবং ব্লাউজ। যদিও আমাদের অতি পুরণাে সাংস্কৃতিক ঐতিহ্য আছে, তবু ভারত এবং অন্যান্য পাশ্চাত্য দেশের সংস্কৃতির প্রভাবে এটি পরিবর্তিত হয়ে যাচ্ছে। ডিশ-এন্টিনা আমাদের ঐতিহ্যগত সংস্কৃতি গ্রাস করছে। আমাদের যুব সম্প্রদায় এখন আর লােক এবং শান্তসমাহিত গানগুলােতে আগ্রহী নয়। তারা হিন্দি এবং ইংলিশ গানে মুগ্ধ। আমাদের সংস্কৃতি রক্ষা সম্পর্কে আমার পরামর্শ হচ্ছে এই যে, আমাদের সচেতন হতে হবে এবং ডি-এন্টিনা বন্ধ করতে হবে।
Post a Comment