আমার কলেজের নাম মঠবাড়িয়া সরকারি কলেজ। এটি মঠবাড়িয়া শহরে অবস্থিত। এটি একটি চার তলা দালান। এই কলেজকে পছন্দ করার কিছু কারণ রয়েছে। এই কলেজের শিক্ষকগণ যােগ্যতাসম্পন্ন এবং অভিজ্ঞ। তাদের শিক্ষা পদ্ধতি খুবই সহজ এবং মজাদার। তাছাড়া, এই কলেজ সব ধরনের সুযােগ-সুবিধা দিয়ে থাকে যা ছাত্র জীবনের জন্য অত্যাবশ্যক। এতে আছে চল্লিশটি শ্রেণি কক্ষ এবং অন্যান্য কক্ষ যেমন গ্রন্থাগার, কমন রুম, প্রার্থনা কক্ষ এবং শিক্ষকগণের রুম। আমাদের কলেজে এক হাজার শিক্ষার্থী এবং পঞ্চাশ জন শিক্ষক রয়েছেন। পরীক্ষায় ভাল করতে গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের কলেজে গ্রন্থাগার সুবিধা থাকায় ছাত্র-ছাত্রীরা এমনকি দুর্লভ বইগুলাে পড়তে পারে যা তাদের কর্তৃক কেনা সম্ভব নয়। এটি তাদের সব ধরনের সাময়িকী, সংবাদপত্র এবং ম্যাগাজিন পড়ারও সুযােগ দিয়ে থাকে। সুতরাং, আমার কলেজের পাঠরত ছাত্র-ছাত্রীরা পাবলিক পরীক্ষায় ভাল ফলাফল করার জন্য পর্যাপ্ত গ্রন্থাগার এবং অন্যান্য সুযােগ-সুবিধা উপভােগ করে।
আমার কলেজ অনুচ্ছেদ রচনা
Transmission Robot
... min to read
Listen
Post a Comment