সূর্যাস্ত হচ্ছে একটা সময় যখন সূর্য অস্ত যায় এবং রাত শুরু হয়। সূর্যাস্তের সময় প্রকৃতিকে সতেজ, উজ্জ্বল এবং মনােমুগ্ধকর মনে হয়। সূর্যকে স্বর্ণের থালার মত মনে হয়। সূর্যাস্তের সময় যে কেউ সূর্যাস্তের প্রশান্তি উপভােগ করতে পারে। তখন প্রকৃতিকে ব্যস্ত মনে হয়। লােকজন তাদের কাজ শেষ করে এবং ঘরে ফিরে। পাখিরা তাদের নীড়ে ফেরে। রাখাল বালকেরা তাদের গবাদি পশু নিয়ে ঘরে ফিরতে ব্যস্ত হয়ে পড়ে। যখন সূর্য অস্ত যায়, তখন প্রকৃতিকে খুব সুন্দর দেখায়। তখন প্রকৃতি অন্ধকার হতে শুরু করে। সূর্যাস্তের হালকা অন্ধকার আমাদের মধ্যে আনন্দ ও প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে। সূর্যাস্তের সৌন্দর্য একজন কবিকে যে কোন ধারণা সৃষ্টিতে এবং কবিতা রচনা করতে সহায়তা করে।
একটি সূর্যাস্তের দৃশ্য অনুচ্ছেদ রচনা
Sraboni
... min to read
Listen
Post a Comment