রক্ত দান অনুচ্ছেদ রচনা
Lab Operator
... min to read
Listen
রক্ত দান একটি মানব সেবামূলক কাজ। বর্তমানকালে মানুষ মানব জীবন রক্ষা করার জন্য রক্ত দান করে। কোন কোন ব্যক্তি রয়েছেন যাদেরকে নিয়মিত বিরতির পর তাদের দেহের সম্পূর্ণ রক্ত পরিবর্তন করার দরকার হয়। যে রােগীদের মারাত্মক অস্ত্রপচার হয় তাদের দেহে রক্ত সঞ্চালন করার জন্য রক্তের প্রয়ােজন হয়। দুর্ঘটনাজনিত কারণে হারানাে রক্ত পূরণের জন্যও রােগীদের রক্ত প্রয়ােজন হয়। মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন সন্ধানী রক্ত সংগ্রহ এবং মুমূর্ষ রােগীদের তা প্রদান করা এ মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে এসেছে। কোন কোন স্বেচ্ছাসেবী সংগঠন রক্ত দান করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছে। এটি রক্ত দানকারীর কোন ক্ষতি করে না বরং অন্যদের জীবন বাঁচায়। এক মাসের মধ্যেই আপনা আপনি দান করা রক্ত পূরণ হয়ে যায়। একই গ্রুপের রক্ত নির্বাচনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। রক্ত অবশ্যই এইচআইভি অথবা যে অন্য যে কোন ধরনের ক্ষতিকর জীবানুমুক্ত হতে হবে।
Post a Comment