SkyIsTheLimit
Bookmark

ঘূর্ণিঝড় অনুচ্ছেদ রচনা

ঘূর্ণিঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি বাড়ি, শস্য, সবজি, গাছপালা প্রভৃতির ক্ষতিসাধ্ন করে। ঘূর্ণিঝড়ের কারণে মানুষ গৃহহীন এবং খাদ্যহীন হয়ে পড়ে। এটি অনেক জীবন কেড়ে নেয়। আমি বাংলাদেশে সবচেয়ে মন্দ ঘূর্ণিঝড়গুলাের কয়েকটির নাম উল্লেখ করতে পারি। ১৯৭০ সালের ঘূর্ণিঝড় ছিল বাংলাদেশে সবচেয়ে মন্দ ঘূর্ণিঝড়গুলাের মধ্যে একটি। এই ঘূর্ণিঝড়ে শত শত জীবন বিপন্ন হয়েছিল। ১৯৮৫ এবং ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ও উল্লেখ করার মত। যে সমস্ত লােকজন নদীর নিকটে এবং দেশের নিম্নাঞ্চলে বাস করে তারাই এসব ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি শিকার। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের প্রভাব ভাষায় বর্ণনা করা যায় না। ঘূর্ণিঝড় হাজার হাজার লােককে আহত এবং হত্যা করে। অসংখ্য লােক গৃহহীন অথবা আশ্রয়হীন হয়ে পড়ে। এমনকি তাদেরকে অনেক দিন যাবৎ অনাহারে থাকতে হয়। ঘর- বাড়ি, গাছপালা, শস্য প্রভৃতি ঘূর্ণিঝড়ের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়। যা-হােক, আমি এর যে কোনটির একটি স্পষ্ট ও পরিচ্ছন্ন বর্ণনা দিতে পারি। এটি হচ্ছে ঘূর্ণিঝড় সিডর যা ১৫ ডিসেম্বর, ২০০৭ এ দেশের বিভিন্ন অংশে আঘাত হেনেছিল। এটি আমাদের জীবন, সম্পত্তি এবং অর্থনীতির প্রচুর ক্ষতিসাধন করেছিল। ক্ষতিগ্রস্থ লোকজনের দুর্দশার সীমা ছিল না। এটি কমপক্ষে ৩০০০ লােকের জীবন কেড়ে নিয়েছিল। এক কথায়, এটি ছিল ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়গুলাের মধ্যে একটি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment