SkyIsTheLimit
Bookmark

বাণিজ্য মেলা অনুচ্ছেদ রচনা

বাণিজ্যমেলা হচ্ছে একটি আকর্ষণীয় মেলা যেখানে বিভিন্ন ধরনের শিল্পজাত পণ্য প্রদর্শিত হয়। এটি হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক শিল্পপতি ও উৎপাদকদের মনােযােগ আকৃষ্ট করার এক ধরনের প্রচার। স্বাগতিক দেশ বন্ধুসুলভ দেশগুলােকে বাণিজ্য মেলায় তাদের রপ্তানিযােগ্য পণ্যদ্রব্য স্বাগতিক দেশের জনগণের নিকট প্রদর্শন করতে স্টল প্রতিষ্ঠা করার জন্য আমন্ত্রণ জানায়। কারুশিল্প, নৈপুণ্য, হস্তশিল্প, কৃষি, শিল্প ইত্যাদি বাণিজ্য মেলায় উপস্থাপন করা হয়। আমাদের দেশে তৈরি রপ্তানিযােগ্য পণ্যদ্রব্য অন্যান্য দেশের নিকট পরিচিত করতে বাণিজ্য মেলা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিল্পজাত পণ্দ্রব্য বিদেশি ক্রেতার নিকটও প্রদর্শন করে। এটি বৈদেশিক মুদ্রা অর্জনেও সহায়তা করে। বাণিজ্যমেলার মাধ্যমে একটি দেশ অন্যান্য দেশ সম্পর্কে জানতে পারে। এটি আমাদের দেশ থেকে পণ্যদ্রব্য আমদানি করতে বিদেশি দেশগুলােকে উৎসাহিত করে। সুতরাং, আমাদের দেশে প্রতিবছর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হওয়া প্রয়ােজন। যা-হােক, গত বছর আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শন করতে গিয়েছিলাম। বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য সেখানে বিক্রি করা হয়েছিল। বিপুল সংখ্যক লােক সেখানে একত্রিত হয়েছিল। মেলাটি আমি খুব উপভােগ করেছিলাম। 

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • gift card
    gift card
    16 January, 2021
    So small
    • gift card
      Masud Rana
      19 January, 2021
      অনুচ্ছেদ রচনা হিসেবে এটার সাইজ তো ঠিকই রয়েছে!
    Reply