বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ছােট দেশ। এটি ভারত, মায়ানমার এবং বঙ্গোপসাগর ঘবারা পরিবেষ্টিত। এটি একটি নদীর দেশ। এর মােট এলাকা হচ্ছে ১,৪৪,৫৭০ বর্গ কিলােমিটার। এর রাজধানী ঢাকা। এটি ১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল থেকে স্বাধীন। জনসাধারণের প্রধান ভাষা বাংলা। কিছু উপজাতীয় ভাষাও রয়েছে। জনসাধারণের প্রায় ৮০% মুসলিম। অন্য ধর্মও আছে। এগুলাে হলাে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি। বাংলাদেশের জলবায়ু গ্রীষ্মমন্ডলীয়। বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য খুবই মনােমুগ্ধকর এবং আনন্দদায়ক। সুন্দরবন, কক্সবাজার সমুদ্র সৈকত, পাহাড়পুর বৌদ্ধ বিহার, কুয়াকাটা সমুদ্র সৈকত, বাগেরহাটের যাট গম্বুজ মসজিদ প্রভৃতি খুবই উল্লেখযােগ্য। জনসাধারণের প্রধান পেশা হচ্ছে কৃষি। অন্যান্য পেশাও আছে যেমন চাকরি, শিক্ষকের কাজ, শিল্পসংক্রান্ত কাজ ইত্যাদি। এখানকার জনসাধারণ কিছু সাধারণ প্রথা এবং ঐতিহ্য অনুসরণ করে যেমন: অতিথিসেবা, পহেলা বৈশাখ পালন প্রভৃতি। তারা খুবই সরল, সামাজিক এবং ধার্মিক। আমি বাংলাদেশকে খুব. ভালবাসি।
বাংলাদেশ/আমার দেশ অনুচ্ছেদ রচনা
Sraboni
... min to read
Listen
Post a Comment