আমি নেছারিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এটি মঠবাড়িয়া থানার সূর্যমনি থানে অবস্থিত। এটি আমাদের থানার স্বনামধন্য বিদ্যালয়গুলাের মধ্যে একটি। আমি সম্প্তি 1. আমার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছি। ঐ দিনটি ছিল ক্রীড়া দিবস। একজন সাবেক ছাত্র হিসেবে আমি সেখানে আমন্ত্রিত হয়েছিলাম। আমার বন্ধুদের কয়েকজন আমার সাথে গিয়েছিল। বিদ্যালয়ে আমার শৈশব ও প্রাথমিক স্কুল জীবনের কতিপয় বন্ধুর সাথেও দেখা হয়েছিল। আমার আনন্দের সীমা ছিল না যখন দীর্ঘ সময় পরে আমার বন্ধুদের সাথে দেখা হল। আমরা শুভেচ্ছা বিনিময় করলাম এবং অতীতের দিনগুলাের স্মৃতিচারণ করলাম। ঐসব বর্ণাঢ্য এবং বাধাহীন দিনগুলাে আমাদের চোখের সামনে ভেসে উঠল। যা-হোক, আমি সেখানে অনেক খেলাধুলা উপভোগ করলাম। আমি সেখানে উচ্চ লক্ষ, দীর্ঘ লক্ষ, দোড়, মােরগ-লড়াই এবং অন্যান্য খেলা দেখলাম। আমি আমার শিক্ষকগণের সাথেও দেখা করলাম। শিক্ষকগণ তাঁদের মাঝে আমাকে পেয়ে আনন্দিত বােধ করলেন। দিনটি আমাকে যথেষ্ট আনন্দ দিয়েছিল। আমি সেখানে সুখী ও আনন্দিত বােধ করলাম। দিনটির কথা আমি কখনাে ভুলব না।
আমার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন অনুচ্ছেদ রচনা
Sraboni
... min to read
Listen
Post a Comment