একজন শিক্ষক অনুচ্ছেদ রচনা
Lab Operator
... min to read
Listen
একজন শিক্ষক খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি তাঁর ছাত্র-ছাত্রীদের জ্ঞান দান করে থাকেন। তাকে একটি জাতির স্থাপতি বলা হয়। একটি শিক্ষিত সমাজ গড়তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সমাজ থেকে অজ্ঞতার অন্ধকার দূর করেন। কিছু বিশেষ গুণাবলী যেমন: সত্যপরায়ণতা, সততা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, অধ্যবসায়, সহানুভূতি প্রভৃতি তার মধ্যে থাকে। তাঁর থাকে দৃঢ় ব্যক্তিত্ব। তাঁকে ঠিক একজন অভিনেতা মনে হয়। তিনি ছাত্র- ছাত্রীদের মনোেযােগ এবং আগ্রহ ধরে রাখতে সক্ষম। তিনি একজন স্পষ্ট বক্তা। একজন ভাল শিক্ষক তাঁর ছাত্র-ছাত্রীদের সাথে খুবই বন্ধুসুলভ। তিনি ছাত্র-ছাত্রীদের কাছে পাঠগুলাে আকর্ষণীয় করে তােলেন। আমরা জানি যে, প্রত্যেকের মধ্যে মূল্যবান কিছু থাকে। একজন ভাল শিক্ষক ছাত্র-ছাত্রীদের লুকানাে প্রতিভা আবিষ্কার করেন। তিনি ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাদান করতে সর্বদা নিজেকে ব্যস্ত রাখেন। তাঁর একমাত্র ভাবনা হচ্ছে কীভাবে তিনি একটি জাতিকে একটি ভাল নাগরিক হিসেবে তুলে ধরতে পারেন। একজন ভাল শিক্ষক কখনাে অর্থের পেছনে ছুঁটে বেড়ান না। তিনি দেশের জন্য সম্পদস্বরূপ।
2 comments