SkyIsTheLimit
Bookmark

একতাই বল অনুচ্ছেদ রচনা


কোন বিশেষ লক্ষ্য অর্জনের জন্য কোন কাজ যখন ঐক্যবদ্ধভাবে করা হয় তখন তাকে একতা বলে। এটি মানব জীবনের একটি তাৎপর্যপূর্ণ বৈশিষ্ট্য। মানব জীবনে একতার । প্রয়ােজনীয়তা অবর্ণনীয়। জীবনের প্রত্যেক পদক্ষেপে এর অত্যন্ত গুরুত্ব রয়েছে। এটি আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত। একটি প্রবাদ আছে যে একতাই বল। সুতরাং, আমাদের জীবনে প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে একতা বর্জায় রাখা। অন্যদের সাহায্য ব্যতীত আমরা এক দিনও চলতে পারি না। আর অন্যদের সাহায্য নির্ভর করে একতার উপর। একতাবদ্ধ হয়ে অনেক কঠিন কাজও সহজেই অল্প সময়ের মধ্যে করা যায়। মানুষের জীবনে হাজার হাজার সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান করতে একতাবদ্ধ প্রচেষ্টা অত্যাবশ্যক। একতা একটি জাতিকে লক্ষ্যে পৌঁছতে সহায়তা করে। দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে একতা অত্যাবশ্যক। একতার ফলাফল অনেক। সমাজে একতাবদ্ধভাবে বসবাস করার মাধ্যমে মানুষ অভাবহীন জীবন যাপনের সুযােগ উপভােগ করতে পারে। জাতীয় জীবনেও একতার ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে আমরা পৃথিবীর উন্নত দেশগুলাের মধ্যে একতার সুফলগুলাে পর্যবেক্ষণ করতে পারি। মতানৈক্যের কু-প্রভাব অনেক। একতাহীন একটি জাতিকে দুর্বল জাতি হিসেবে বিবেচনা করা হয়। একতা ব্যতীত একটি জাতি সােজা হয়ে দাঁড়াতে পারে না। একতাবদ্ধ হতে ব্যক্তিগত এবং জাতিগত স্বার্থপরতা অবশ্যই পরিত্যাগ করতে হবে। একতাবদ্ধভাবে বসবাসের জন্য আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সুতরাং, দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য আমাদেরকে একতাবদ্ধভাবে বসবাস করতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
3 comments

3 comments

  • Anonymous
    Anonymous
    04 April, 2023
    Thanks 😊😊😊
    Reply
  • Anonymous
    Anonymous
    24 November, 2022
    খুবই ভালো 👍😊
    • Anonymous
      Anonymous
      04 April, 2023
      Thanks 😊😊😊
    Reply