যখন আমরা জাতীয় দৈনিকগুলাের পাতা উল্টাই, তখন শিশু পাচারের অনেক শিরােনাম আমাদের দৃষ্টিগোচর হয়ে থাকে। অসাধু ব্যবসায়ীরা তাদের তালিকায় শিশুকেও পণ্যের মত অন্তর্ভুক্ত করে থাকে। তারা শিশুদেরকে তাদের ফাঁদে ফেলে এবং শিশুরা তাদের শিকারে পরিণত হয়। অসাধু ব্যবসায়ীরা মিছরি, আপেল, বিস্কুট, মিষ্টান্ন প্রভৃতি দ্বারা শিশুদেরকে আকর্ষণ করে। পিতামাতারা তাদের ছেলেমেয়েদেরকে হারিয়ে পাগল হয়ে যায়। পাচার হওয়া শিশুদের দুর্দশা অবর্ণনীয়। তাদেরকে অনেক অমানবিক কর্মকান্ডে নিযুক্ত করা হয়। তাদের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ উচ্চ দামে বিক্রি করা হয়। শিশু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের এগিয়ে আসা উচিত।
শিশু পাচার অনুচ্ছেদ রচনা
Sraboni
... min to read
Listen
Post a Comment