বাংলাদেশসহ উন্নয়নশীল দেশসমূহে শিশুশ্রম বৃহৎ সমস্যাগুলাের মধ্যে অন্যতম। যদি স্কুলে যাওয়ার কোন সুযােগ ব্যতীত শৈশব থেকে একটি শিশুকে দিয়ে কাজ করানাে হয়, তাকে শিশুশ্রম বলে। শিশুশ্রমের কতিপয় কারণ রয়েছে। দরিদ্রতা এর প্রধান কারণ। শিশুদেরকে 1. তাদের জীবিকা উপার্জনের জন্য বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিজেদেরকে নিয়ােজিত করতে হয়। অভিভাবকদের সচেতনতার অভাবও শিশুশ্রম বৃদ্ধি পাওয়ার আরেকটি কারণ। তাছাড়া, সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিশুদের নিজেদের ইচ্ছা শিশুশ্রমের জন্য দায়ী। শিশুশ্রমের অনেক নেতিবাচক ফলাফল রয়েছে। এটি আমাদের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্থ করে। পুরাে জনসংখ্যার একটি বৃহৎ অংশ শিশুশ্রমের কারণে বােঝায় পরিণত হয়। যদি তাদেরকে শিক্ষিত করা যেত, তবে তারা দেশের জন্য অবদান রাখতে পারত । যা-হােক, শিশুশ্রম বন্ধে অবশ্যই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক শিশ্রম আইন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। দরিদ্র শিশুদের শিক্ষিত করতে সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। জনসচেতনতা অবশ্যই বাড়াতে হবে। এভাবে আমরা শিশ্রমের অভিশাপ থেকে মুক্তি পেতে পারি।
শিশুশ্রম অনুচ্ছেদ রচনা
Sraboni
... min to read
Listen
Post a Comment