পানি যখন ময়লা দ্রব্য, ধূলিকণা, পানিবাহিত যান প্রভৃতি দ্বারা দূষিত হয়, তখন তাকে পানি দূষণ বলে। পানি আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু দিন দিন এটি বিভিন্নভাবে দূষিত হচ্ছে। মানুষ বর্জ্য ফেলে পানি দূষিত করে। কৃষকরা রাসায়নিক দ্রব্য ব্যবহার করে যা নদী, খাল এবং পুকুরের পানিতে মিশে যায়। কল-কারখানাগুলা বিষাক্ত রাসায়নিক দ্রব্য এবং বর্জ্য দ্রব্য নদী এবং খালের পানিতে ফেলে পানি দূষিত করে। পানিবাহিত যানগুলাে তেল, খাদ্য বর্জ্য এবং মনুষ্য বর্জ্য ফেলে নদীর পানি দূষিত করে। অস্বাস্থ্যকর পায়খানা এবং পয়নালাগুলাে নদী এবং খালের তীরে অবস্থিত যা পানি দূষণের জন্য দায়ী। পানি দূষণের অনেক খারাপ ফলাফল রয়েছে। দূষিত পানি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দূষিত পানি পান করে অনেক লােক প্রায়ই অনেক পানিবাহিত রােগে ভােগে। পানি দৃষিত পানি মাছ এবং গাছপালাকেও ক্ষতিগ্রস্থ করে। সুতরাং, দূষণ কমিয়ে আনার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। জনসচেতনতা বাড়ানাে উচিত। গনমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
পানি দূষণ অনুচ্ছেদ রচনা
Sraboni
... min to read
Listen
1 comment