কলেজ ম্যাগাজিন হচ্ছে একটি কলেজের বার্ষিক বা সাময়িক প্রকাশনা। এটি পদ্ধতিগতভাবে প্রকাশ করা হয়। প্রথমে, শিক্ষকগণ এবং শিক্ষার্থীদের কাছ থেকে সম্পাদক ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান করেন। যথাযথ সম্পাদনার পরে, সবচেয়ে ভাল লেখাগুলো নির্বাচন করা হয় এবং প্রকাশনা ও ছাপার জন্য প্রেসে পাঠানাে হয়। কলেজ ম্যাগাজিনের যথেষ্ট উপকারিতা রয়েছে। এর মধ্যদিয়ে শিক্ষার্থীরা এবং শিক্ষকগণ তাদের সৃষ্টিশীল ক্ষমতাকে দেখানাের সুযােগ পেতে পারে। এটি কলেজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন শিক্ষার্থী অন্যান্য শিক্ষার্থীদের কাছে তার সুপ্ত চিন্তার প্রকাশ করতে পারে। এটির মাধ্যমে শিক্ষার্থীরা সাহিত্য চর্চা করতে পারে। বিভিন্ন ধরনের লেখা/রচনা কলেজ ম্যাগাজিনে প্রকাশ করা হয়। এগুলাে হচ্ছে কবিতা, ছােট গল্প, রসিকতা, ধাধা এবং কলেজের অন্যান্য বিষয় সম্পর্কিত লেখা। প্রকৃতপক্ষে, এটি কলেজের ভাবমূতি সমৃদ্ধ করে। জনসাধারণ কলেজটির পটভূমি, ঐতিহ্য এবং সফলতা সম্পর্কে জানতে পারে। এভাবে কলেজ ম্যাগাজিন সংশ্লিষ্ট কলেজ সম্পর্কে জনসাধারণের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টিতে সহায়তা করে। এক কথায়, কলেজ ম্যাগাজিন হচ্ছে একটি কলেজের আয়না।
কলেজ ম্যাগাজিন অনুচ্ছেদ রচনা
Sraboni
... min to read
Listen
Post a Comment