SkyIsTheLimit
Bookmark

আমার শৈশব স্মৃতি অনুচ্ছেদ রচনা


কেউ তার শৈশব স্মৃতি ভুলে যেতে পারে না তা আনন্দদায়ক অথবা বেদনাদায়ক যা-ই হােক। আমি এখনাে খুব ভালভাবে আমার শৈশবকে মনে করতে পারি। আমি মঠবাড়িয়া থানার সূর্যমনি নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম যেখানে আমি আমার শৈশব কাটিয়েছিলাম। আমার শৈশবের দিনগুলােতে অনেক কিছু ঘটেছিল; কিন্তু এর সব মনে। করতে পারি না। আমি আমার বন্ধুদের সাথে কাটানাে দিনগুলাে স্মরণ করতে পারি। আমি । প্রায়ই তাদের সাথে খেলতাম। আমি আমার স্কুলের একেবারে প্রথম দিনগুলাের কথা ভুলতে। পারি না। আমার হৃৎপিন্ড দ্রুততর হতে শুরু করেছিল যখন আমাকে প্রধান শিক্ষকের কাছে নেয়া হয়েছিল। কিন্তু তিনি তার হাসিমাখা মুখ এবং অমায়িক ব্যবহারের দ্বারা আমার হৃদয় জয় করেছিলেন। শিক্ষকগণ খুবই স্নেহময় ছিলেন। আমার সহপাঠীরাও খুব বন্ধুসুলভ ছিল। প্রত্যেক বিকেলে আমি তাদের সাথে মাঠে খেলতাম। ঐ বিকেলগুলােতে আমার অনেক মধুর  স্মৃতি রয়েছে। যা-হােক, শৈশবের আমার একটি তিক্ত অভিজ্ঞতা আছে। একদা আমি আমাদের নিকটবর্তী খালে ডুবে গিয়েছিলাম যখন আমি নৌকা যােগে স্কুল থেকে বাড়ি ফিরছিলাম। আমি আনন্দ অনুভব করি যখন আমি আমার শৈশব স্মৃতিগুলােকে স্মরণ করি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment