কলেজ ক্যাম্পাস অনুচ্ছেদ রচনা
Transmission Robot
... min to read
Listen
আমার কলেজের নাম মঠবাড়িয়া সরকারি কলেজ। আমার কলেজের প্রশস্ত ক্যাম্পাস আছে। এটি পাঁচ একর জমির উপর প্রতিষ্ঠিত। আমার কলেজ ক্যাম্পাস তিনটি ভবন নিয়ে গঠিত। প্রধান ভবন হচ্ছে চারতলা। এতে রয়েছে অধ্যক্ষের কক্ষ, শিক্ষকগণের কক্ষ, অফিস কক্ষ, শ্রেণি কক্ষ এবং গ্রন্থাগার কক্ষ। কলেজ কমন রুমটি একটি আলাদা ভবনে অবস্থিত। কলেজ কেন্টিন এবং অডিটরিয়াম অন্য আরেকটি ভবনে অবস্থিত। মূল ভবনের সামনে একটি খেলার মাঠ আছে। আমার কলেজ ক্যাম্পাসে একটি চমৎকার ফুলের বাগান আছে। এটি বিজ্ঞান ভবনের সামনে অবস্থিত। আমার কলেজ ক্যাম্পাসে একটি শহীদ মিনার আছে। আমার কলেজ ক্যাম্পাসটি বিভিন্ন রকমের গাছপালা দ্বারা পরিবেষ্টিত। ফলে আমার কলেজ ক্যাম্পাসে সবসময় শান্ত পরিবেশ বিরাজমান। সেখানে ধূমপান নিষিদ্ধ। এসব আমার কলেজ ক্যাম্পাসকে চমৎকার করে তুলেছে।
Post a Comment