বরাবর
সম্পাদক দৈনিক নয়াদিগন্ত
১৬৭/২-ই, ইনার সার্কুলার রােড
ইডেন কমপ্লেক্স, মতিঝিল, ঢাকা-১০০০
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবদেন।
জনাব,
আপনার বহুল প্রচারিত দৈনিক নয়াদিগন্ত' পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র বিভাগে অনুগ্রহপূর্বক প্রকাশ করলে কৃতার্থ হব।
নিবেদক
রােহান
পাকুন্দিয়া, কিশােরগঞ্জ
আর্সেনিকমুক্ত পানীয়জল চাই
আমরা কিশােরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার অন্তর্গত হােসেন্দি গ্রামের অধিবাসী। হােসেন্দি একটি ঘনবসতিপূর্ণ বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামের অধিকাংশ টিউবওয়েলের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ধরা পড়েছে। ঘনবসতিপূর্ণ এলাকা বলে এমনিতে এ এলাকায় পানীয়জলের প্রয়ােজনীয় উৎসের অভাব বিদ্যমান। তার ওপর টিউবওয়েলগুলাের পানিতে আর্সেনিক ধরা পড়ায় পানীয়জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। অন্যদিকে আর্সেনিক আক্রান্ত টিউবওয়েলগুলাে এখন পর্যন্ত সিল করে দেওয়া হয়নি বলে গ্রামের সহজ-সরল সাধারণ মানুষ অজ্ঞতাবশত আর্সেনিকযুক্ত পানি ব্যবহার করে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে চলেছে। বিশেষজ্ঞগণ অভিমত দিয়েছেন যে, আর্সেনিকের মাত্রাধিক্য যেকোনাে সময় এ গ্রামে ভয়াবহ অবস্থার সৃষ্টি করতে পারে। টিউবওয়েল ছাড়া এ গ্রামে পানির বিকল্প কোনাে উৎস নেই যেখান থেকে জনগণ পানীয়জল পেতে পারে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গ্রামবাসীর প্রত্যাশা পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে যথাশীঘ্র সম্ভব গ্রামবাসীকে আর্সেনিকমুক্ত পানীয়জল দিতে প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। যত দ্রুত সম্ভব প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়েই গ্রামবাসীর জীবন রক্ষা করা সম্ভব।
হােসেন্দি গ্রামবাসীর পক্ষে
রােহান
পাকুন্দিয়া, কিশােরগঞ্জ।
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]
Post a Comment