SkyIsTheLimit
Bookmark

কুটিরশিল্প স্থাপনের প্রয়ােজনীয়তা উল্লেখ করে । সংবাদপত্রে প্রকাশের উপযােগী একটি আবেদন পত্র

২০শে জানুয়ারি, ২০১৭
সম্পাদক
দৈনিক যুগান্তর
ক-২৪৪ প্রগতি স্মরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবদেন। 
জনাব,  
আপনার বহুল প্রচারিত 'দৈনিক যুগান্তর' পত্রিকার চিঠিপত্র বিভাগে নিম্নলিখিত সংবাদটি অনুগ্রহপূর্বক প্রকাশ করলে কৃতার্থ হব। 
নিবেদক 
তাহমিনা চৌধুরী 
ময়মনসিংহ 
ভালুকায় কুটিরশিল্প চাই 
আমরা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার অধিবাসী। এ উপজেলার লােকসংখ্যা প্রায় ৬ লাখ। ঢাকার সাথে এই অঞ্চলের যােগাযােগ ব্যবস্থা খুব উন্নত। যােগাযােগ ব্যবস্থা উন্নত হওয়া সত্ত্বেও এখানকার জীবনযাত্রার মান খুব একটা ভালাে নয়। অধিকাংশ যুবকই বেকার। উচ্চ শিক্ষার হার বেশি না হলেও মাধ্যমিক শিক্ষায় শিক্ষিতদের অভাব নেই। পুরুষদের পাশাপাশি মেয়েদের শিক্ষার বেলায়ও একই কথা প্রযোজ্য। কুটিরশিল্প না থাকায় এই মধ্যম পর্যায়ের শিক্ষিতদের দুর্বিষহ বেকার জীবন কাটাতে হচ্ছে। হতাশাগ্রস্ত হয়ে তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এমতাবস্থায় এখানে কুটিরশিল্প স্থাপন করা হলে তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি হবে। যােগাযাগ ব্যবস্থা ভালাে বলে উৎপাদিত পণ্যসামগ্রী বাজারজাত করে সরকারও লাভবান হতে পারবে। 
উল্লেখ্য, ময়মনসিংহে বেশ কয়েকটি বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। অনেকেই সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বেকার বসে আছে। কুটিরশিল্প স্থাপন করা হলে এদেরকেও নিশ্চিন্ত কাজে লাগানাে যাবে। আমাদের বিশ্বাস, সবদিক বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি ভালুকায় কুটিরশিল্প স্থাপনে এগিয়ে আসে তাহলে ভালুকাবাসীর ভাগ্যোন্নয়ন ঘটবে। 
নিবেদক 
তাহমিনা চৌধুরী 
ময়মনসিংহ 
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment