SkyIsTheLimit
Bookmark

প্রীতিহীন হৃদয় প্রত্যয়হীন কর্ম দুই-ই অসার্থক ভাবসম্প্রসারণ

প্রীতিহীন হৃদয় প্রত্যয়হীন কর্ম দুই-ই অসার্থক

মূলভাব : মানুষের হৃদয়ে প্রেম না থাকলে সে হৃদয় থাকে অনুর্বর এবং মানুষের কর্মে প্রতায় না থাকলে সে কর্ম হয় নিষ্ফল।

সম্প্রসারিত-ভাব : প্রেম, প্রীতি আর ভালােবাসা মানুষের জীবনের অতি মূল্যবান গুণ, চরিত্রের অনুপম অনুষঙ্গ। যে হৃদয়ে প্রেম নেই সে হৃদয় অসার। সে হৃদয়ে মনুষ্যত্বের আবশ্যকীয় গুণগুলাে সুষ্ঠুভাবে বিকশিত হতে পারে না। তখন ব্যক্তির হৃদয়ের সুকোমল বৃত্তিগুলাে ধীরে ধীরে মিশে যায় এবং ব্যক্তির ব্যক্তিত্বের ঘাটতি দেখা দেয়। সমাজের আর দশটা, মানুষকে সে প্রীতির বন্ধনে আবদ্ধ করতে পারে না। হৃদয়ের মণিকোঠায় কেবল কুটিলতা আর কুবুদ্ধি আশ্রয় পেতে থাকে। ফলে সে অপরকে ভালােবেসে আপন করার পরিবর্তে অপরের ক্ষতিসাধনেও কুণ্ঠাবােধ করে না। আবার মানুষের কর্মের মধ্যে যদি প্রত্যয় না থাকে তাহলে সে কর্ম যথার্থ ফলদায়ক হয় না। তাছাড়া দূঢ়প্রত্যয় এবং কঠোর অধ্যবসায় ছাড়া কোন কাজে সফলতাও লাভ করা যায় না। মনে যদি থাকে দৃঢ় প্রত্যয় তাহলে যে কোন বাধাবিপত্তি এবং ঝামেলাকে দূরে সরিয়ে সহজেই লক্ষ্যে পৌছা যায়। কোন কাজে আত্মনিয়ােগ করার পর ছােটখাট বাধাবিপত্তিতে ভড়কে গেলে সে কাজ থেকে যথাযথ ফল তাই হৃদয়ের সজীবতা আর প্রশান্তির জন্য যেমন প্রীতি আবশ্যক তেমনি কর্মে সফলতার জন্যও চাই দৃঢ় প্রত্যয়। অর্থাৎ, প্রেম লাভ কঠিন হয়ে পড়ে। ভালােবাসাহীন জীবন অনর্থক ও বৃথা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment