SkyIsTheLimit
Bookmark

সারাংশ: তুমি বসন্তের কোকিল, বেশ লােক। যখন ফুল ফোটে, দক্ষিণা বাতাস বহে এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া ওঠে

তুমি বসন্তের কোকিল, বেশ লােক। যখন ফুল ফোটে, দক্ষিণা বাতাস বহে এ সংসার সুখের স্পর্শে শিহরিয়া ওঠে, তখন তুমি আসিয়া রসিকতা আরম্ভ করাে, আবার যখন দারুণ শীতে জীবলােকে থরথরি কম্প লাগে, তখন কোথায় থাকো বাপু! যখন শ্রাবণের ধারায় আমার চালা ঘরে নদী বহে, যখন বৃষ্টির চোটে কাক, চিল ভিজিয়া গােময় হয়, তখন তােমার মাজা মাজা কালাে দুলালী ধরনের শরীরখানি কোথায় থাকে? তুমি বসন্তের কোকিল, শীত বর্ষার কেহ নও।
সারাংশ: সুসময়ে মানুষের অনেক বন্ধু জোটে। জীবনে দুঃখের দিনগুলােতে এ সুখের সঙ্গীদের পাশে পাওয়া যায় না। দুর্দিনে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment