বরাবর
চেয়ারম্যান
বাউফল ইউনিয়ন পরিষদ
বাউফল, পটুয়াখালী
বিষয়: এলাকার মজাপুকুর সংস্কারের জন্য আবেদনপত্র।
জনাব,
আমরা আপনার ইউনিয়নের অধিবাসী। ইউনিয়নের পশ্চিম পাশে, করিমুন্নেসা বিদ্যানিকেতন সংলগ্ন একটি পুকুর রয়েছে। সেটি এখন পরিত্যন্ত মজাপুকুর। এর থেকে জন্ম নেওয়া কচুরিপানার পঁচা দুর্গন্ধ ছাত্রছাত্রীদের অতিষ্ঠ করে তুলেছে। এছাড়া দুর্ভোগের শিকার হতে হচ্ছে পথচারীসহ আশপাশের বাড়ির বাসিন্দাদেরও। কচুরিপানার সাথে পুকুরে জন্মেছে ক্ষতিকর জীবাণুবাহী মশা। পুকুরটি দ্রুত সংস্কার করা না হলে এলাকাবাসীর ক্ষতি ছাড়া উপকার হবে না। পুকুরটি পরিষ্কার করা হলে এর পানি গৃহস্থালীসহ নানা কাজে ব্যবহার করা যাবে।
অতএব, বিনীত অনুরােধ অতি দ্রুত এই মজাপুকুরটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ থাকব।
নিবেদক
এলাকাবাসীর পক্ষ থেকে
তারিন
বাউফল অধিবাসী, পটুয়াখালী
Post a Comment