SkyIsTheLimit
Bookmark

তােমাদের ক্লাবের সমাজ উন্নয়নমূলক কাজের জন্য আর্থিক সাহায্য চেয়ে জেলা প্রশাসকের নিকট একটি আবেদন পত্র

৩ই এপ্রিল, ২০২০
বরাবর,
জেলা প্রশাসক 
ব্রাহ্মণবাড়িয়া।  
বিষয় : নবীনগর তরুণ ক্লাবের জন্য আর্থিক সাহায্যের আবেদন। 
জনাব,
যথাযথ সম্মানপূর্বক নিবেদন এই যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানা সদরে অবস্থিত তরুণ ক্লাব একটি অরাজনৈতিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান। ১৯৮০ সালে এ প্রতিষ্ঠানের জন্ম। জন্মলগ্ন থেকে এ ক্লাবের সদস্যরা যৌথভাবে গ্রামের দুঃস্খ, দুঃখী ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের নানাবিধ কাজে সহযােগিতা দিয়ে আসছে। এ পর্যন্ত ক্লাবটি ৩০জন গরীব পরিবারকে আর্থিক সাহায্যে অর্থ সরবরাহ দিয়েছে। এ ক্লাবের পরিচালনায় গ্রামে দুটি মক্তব, ৩টি নৈশ বয়সক শিক্ষা কেন্দ্র ও ২টি প্রাকৃতিক দুর্যোগ আশ্রয় কেন্দ্র রয়েছে। ১৯৯৮ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে এলাকাবাসীর প্রতি যথেষ্ট ভূমিকা রেখেছে। শুধু এতেই সীমাবদ্ধ নয়, ক্লাবের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া অনুষ্ঠিত হয়ে থাকে, যা এলাকাবাসীর আনন্দের কারণ হিসেবে মূল্যায়ন হয়। মােটামুটি এলাকাবাসীর সুখে দুঃখে ক্লাবটি একান্তভাবে জড়িত। ক্লাবটি কয়েকবার সরকার কর্তৃক পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে। বর্তমানে ক্লাবের আগামী পরিকল্পনায় রয়েছে ১০টি নলকূপ, ২টি বেসরকারী কিণ্ডার গার্টেন স্কুল স্থাপন এবং বিনা বেতনে গরিব ছাত্রছাত্রীদের পড়াশুনার সুযােগ দেওয়া। এসমস্ত পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ২ লক্ষ টাকার প্রয়ােজন। 
অতএব, মহাশয়ের নিকট আমাদের আবেদন, যেন সমাজসেবা উন্নয়নমুখী এ ক্লাবে কমপক্ষে এক লক্ষ টাকা অনুদানে বাধিত করত এলাকাবাসীদের সহায়তার দ্বার উন্মোচিত হবে। উক্ত আর্থিক মঞ্জুরী দিয়ে এলাকাবাসীকে আপনার চির কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করার অনুরােধ জানাচ্ছি। 
নিবেদক 
ইমরান হাসান 
সম্পাদক, নবীনগর তরুণ ক্লাব 
ব্রাহ্মণবাড়িয়া।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    22 March, 2023
    হ্যাঁ খুব ভালো
    Reply