SkyIsTheLimit
Bookmark

সাহিত্য সভা করার অনুমতি চেয়ে প্রধান শিক্ষক এর নিকট আবেদন পত্র

১০ই মার্চ, ২০১৭
বরাবর
প্রধান শিক্ষক
কুড়িগ্রাম সরকারি গার্লস স্কুল, কুড়িগ্রাম
বিষয়: সাহিত্য সভা করার অনুমতি চেয়ে আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের দশম শ্রেণির ছাত্রী। এই বছর আমরা আমাদের স্কুলে একটি সাহিত্য সভা করার পরিকল্পনা করেছি। এতে আমাদের স্কুলের শিক্ষার্থীরা উপকৃত হবে। এই সাহিত্য সভায় থাকবে কবিতা আবৃত্তি, গল্প বলা, বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযােগিতা, উপস্থিত বক্তৃতা, নজরুলগীতি, দেশের গান, নির্ধারিত বিষয়ে স্বরচিত কবিতা প্রতিযােগিতা। যা আমাদের স্কুলের শিক্ষার্থীদের অনেক বেশি সাহিত্যানুরাগী করে তুলতে সহায়তা করবে ।
অতএব, মহােদয়ের নিকট বিনীত প্রার্থনা, স্কুলের ছাত্রীদের মেধা বিকাশের দিকটি বিবেচনা করে সাহিত্য সভার অনুমতি দানে বাধিত করবেন।
বিনীত
কুড়িগ্রাম সরকারি গার্লস স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষে
শারমীন

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment