SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: হাস্য শুধু আমার সখা? অশু আমার কেহই নয়? হাস্য করেই অর্ধ জীবন করেছি তাে অপচয়

হাস্য শুধু আমার সখা? অশু আমার কেহই নয়?
হাস্য করেই অর্ধ জীবন করেছি তাে অপচয়!
চলে যারে সুখের রাজ্য, দুঃখের রাজ্য নেমে আয়,
গলা ধরে কাঁদতে শিখি গভীর সমবেদনায়।
সুখের সঙ্গ ছেড়ে করি দুঃখের সঙ্গে বসবাস
ইহাই আমার ব্রত হউক, ইহাই অভিলাষ। 
যেথায় ক্লান্তি, যেথায় ব্যাধি, যন্ত্রণা ও অশ্রুজল 
ওরে তােরা হাতটি ধরে আমায় সেথা নিয়ে চল। 
পরের দুঃখে কাদতে শেখা-তাহাই শুধু চরম নয়। 
মহৎ দেখে কাঁদতে জানা-তবেই কাঁদা ধন্য হয়।
সারমর্ম : সুখ-দুঃখ ও হাসি-কান্নায় পূর্ণ মানুষের জীবন। দু:খের সাথে একাত্ম হয়ে জীবন কাটাতে পারলে জীবনে সার্থকতা আসে। অপরের দুঃখানুভব করে তার প্রতি সমবেদনা, এমনকি মহৎ ব্যক্তিকে দেখে মহৎ হতে না পারার বেদনাও জাগা উচিত। 

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment