SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে, মাথা উঁচু রাখিস। সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে

দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে,
মাথা উঁচু রাখিস।
সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে,
ধৈর্য ধরে থাকিস।  
রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, 
বুক ফুলিয়ে দাঁড়াস, 
আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে 
উর্ধ্বে দুহাত বাড়াস।
সারমর্ম: জীবনের উত্থান বা পতন কোনাে অবস্থাতেই মানুষের ধৈর্য হারানাে উচিত নয়। নিদারুণ দুঃখ-দৈন্যে জীবন জর্জরিত হতে পারে। তাই বলে হতাশ না হয়ে সকল প্রতিকূলতাকে সাহস ও ধৈর্যের সঙ্গে প্রতিহত করাই একান্ত করণীয়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    01 April, 2022
    👍👍
    Reply