SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তােমার আদেশে। যেন রসনায় মম

ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,
হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা
তােমার আদেশে। যেন রসনায় মম 
সত্য বাক্য ঝলি উঠে খরখড়গসম। 
তােমার ইঙ্গিতে। যেন রাখি তব মান 
তােমার বিচারাসনে লয়ে নিজ স্থান । 
অন্যায় যে করে আর অন্যায় যে সহে 
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে ॥
সারমর্ম: অন্যায়কে কোনােভাবে প্রশ্রয় দেওয়া উচিত নয়। ক্ষমা যেখানে দুর্বলতার পরিচয় বহন করে, সেখানে নিষ্ঠুর হওয়া বিধাতার নির্দেশ। তাই অন্যায়কারী এবং অন্যায় সমর্থনকারী উভয়েই সমান অপরাধী বলে বিবেচিত। 

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment