হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা
তােমার আদেশে। যেন রসনায় মম
সত্য বাক্য ঝলি উঠে খরখড়গসম।
তােমার ইঙ্গিতে। যেন রাখি তব মান
তােমার বিচারাসনে লয়ে নিজ স্থান ।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে ॥
সারমর্ম: অন্যায়কে কোনােভাবে প্রশ্রয় দেওয়া উচিত নয়। ক্ষমা যেখানে দুর্বলতার পরিচয় বহন করে, সেখানে নিষ্ঠুর হওয়া বিধাতার নির্দেশ। তাই অন্যায়কারী এবং অন্যায় সমর্থনকারী উভয়েই সমান অপরাধী বলে বিবেচিত।
Post a Comment