অসীম ক্ষমতা তার অতুল সম্মান,
হউক বিভব তার সম সিন্ধু জল,
হউক প্রতিভা তার অক্ষুন্ন উজ্জ্বল।
হউক তার বাস রম্য হর্ম্য মাঝে,
থাকুক সে মণিময় মহামূল্য সাজে।
কিন্তু যে সাধেনি কভু জন্মভূমি হিত,
স্বজাতির সেবা যেবা করেনি কিঞিৎ ।
জানাও সে নরাধমে জানাও সত্বর,
অতীব ঘৃণিত সেই পাষণ্ড বর্বর।
সারমর্ম: মানুষ অগাধ জ্ঞান, বিপুল অর্থ ও শক্তির অধিকারী হয়েও যদি স্বজাতি ও জন্মভূমির উন্নতির জন্য কোনাে অবদান রাখতে না পারে, তবে তার সবই অর্থহীন। নিজের দেশের প্রতি যার ভালােবাসা নেই, খ্যাতির শিখরে উঠলেও সে অত্যন্ত ঘৃণিত।
Post a Comment