SkyIsTheLimit
Bookmark

ছাত্রজীবনে শিক্ষামূলক সফরের উপকারিতা বর্ণনা করে বন্ধুর নিকট পত্র

রাজারহাট, কুড়িগ্রাম
৮ই মার্চ, ২০১৭
প্রিয় আবির,
আশা করি প্রবাস জীবনে শারীরিক ও মানসিকভাবে ভালােই আছিস। আমরাও ভালাে আছি। তুই জেনে খুশি হবি যে, কিছুদিনের মধ্যেই আমাদের ক্লাসের সবাই মিলে বগুড়ার মহাস্থানগড়ে শিক্ষাসফরে যাচ্ছি। আসলে আমাদের প্রত্যেকেরই প্রতি বছর শিক্ষাসফরে যাওয়া উচিত। যেমন, আমরা যদি মহাস্থানগড়ে যাই, তবে সেখানকার অনেক পুরাকীর্তি দেখতে পাব এবং সেই বৌদ্ধযুগের স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে জানতে পারব। তাছাড়া জাতীয় ইতিহাস আমাদের সকলেরই জানা প্রয়ােজন। শুধু বই পড়ে পরিপূর্ণ জ্ঞানলাভ করা যায় না, ইতিহাসসমৃদ্ধ জায়গাগুলােতে শিক্ষাসফরের মাধ্যমে জ্ঞানের পূর্ণতা অর্জন . সম্ভব। বাস্তব শিক্ষার জন্য শিক্ষাসফরের কোনাে বিকল্প নেই। আবার আমরা যে গণ্ডিবদ্ধ জীবনযাপন করি, সেই নিয়মের বাইরে গিয়ে একঘেয়েমি পরিহার করতে হলেও শিক্ষাসফর প্রয়ােজন। শিক্ষাসফরের মাধ্যমে দেশের নানারকম প্রাকৃতিক সৌন্দর্য অবলােকন করা যায় এবং এ সম্পর্কে জানা যায়। আমরাও অনেক কিছু জানতে পারব। এ সফর আমাদের সাংগঠনিক দক্ষতা বাড়াবে এবং নতুন উদ্যমে কাজ করতে উৎসাহ যােগাবে। আশা করব তুইও এ ব্যাপারে আগ্রহী হবি।
তাের আব্বা-আম্মাকে আমার সালাম আর মনিকে শুভেচ্ছা জানাস।
ইতি- 
তাের বন্ধু 
সুমন 
* [এখানে বিদেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Anonymous
    Anonymous
    30 June, 2022
    So good

    Reply
  • Anonymous
    Anonymous
    18 May, 2022
    Kham kivabe akbo. Please jodi bolen....
    Reply